তোমার গভীরে শেকড় গেড়েছে
গোপন তীরন্দাজ
প্রেমের পূজারী কবি কী করে
জীবন বাঁচাবে আজ?
কবি কি ভীরু কাপুরুষ নাকি
সাহসী মহান বীর,
তাকিয়ে দেখো তোমার ধনুকে
কবিই হয়েছে তির।
তোমার গভীরে শেকড় গেড়েছে
গোপন তীরন্দাজ
প্রেমের পূজারী কবি কী করে
জীবন বাঁচাবে আজ?
কবি কি ভীরু কাপুরুষ নাকি
সাহসী মহান বীর,
তাকিয়ে দেখো তোমার ধনুকে
কবিই হয়েছে তির।