চিরায়ত

সালামির টাকায় বই কেনা 

বই পড়া ও সংগ্রহ করা আমার প্রিয় শখ। প্রতি মাসেই বই কেনার জন্য আমার একটা বাজেট থাকে। সামর্থ্যানুযায়ী সীমিত আকারের হলেও বইয়ের প্রতি ভালোবাসা ও তীব্র প্রেম সেই বাজেটকে কয়েক গুণ বাড়াচ্ছে এবং বাড়িয়েই চলেছে। মাসিক হিসাব ছাড়াও সময়ে-অসময়ে বই কিনি। কিছু পড়ারও চেষ্টা করি। নিজের না থাকলে ধার চাইতেও এতটুকু লজ্জাবোধ করি না। নাওয়া […]