শাপলানামা : স্মৃতি খুঁড়ে বেদনা জাগানোর আখ্যান

শাপলানামা মূলত তেরোর সে উত্তাল আন্দোলন আর ফ্যাসিবাদ কর্তৃক তা দমনের এক দগদগে স্মৃতি বয়ে বেড়ায়। তখন আমার বুঝ সবে মেলতে শুরু করেছে। গাঁও গ্রামের ডানপিটে ছেলে। কামরাঙা রোদের এক শীতল বিকেলে যে অবাক তাকিয়ে দেখে, লাখো জনতার সম্মেলন। পুরানা আমলের টিভির ক্যামেরায় যতদূর চোখ যায়, মনে হচ্ছিল সাদার সমারোহ। তখন আমার কানে দূরঘন্টাধ্বনির মতো […]