কেন আমি ছোট্ট জানালাটি দিয়ে সবকিছু দেখি

আমি ঠিক এই জানালাটার পাশে এসে বসি। এই জানালা দিয়ে আমি সবকিছু দেখি। সবকিছু কীভাবে এই জানালা দিয়ে দেখি, এটা এক আশ্চর্য ব্যাপার নিঃসন্দেহে। ব্যাপারটা এইভাবে ব্যাখ্যা করা যায় যে, আমি কোনোকিছু আসমানে ছুড়ে মারি এবং সেটা নিচে এসেই পতিত হয়। ব্যাপারটা তাইলে যা দাঁড়ায় তা হলো আমি যদি এই জানালা দিয়ে কিছু একটা দেখি […]