চিরায়ত

সে আর ফিরে আসেনি

আহরার হতবাক! একদমই হতবাক! এইমাত্র তার পাশেই ছিল হারীর। একমাত্র ছোট ভাই। এখন নেই। মুহূর্তের মধ্যেই কই যেন উধাও হয়ে গেল। আহরারের বুকটা ধক করে উঠল। পাগলের মতো মাথা ঘুরিয়ে পাশেপাশে তাকাল সে। পেটুয়া বাহিনীর তাড়া খেয়ে উদ্ভ্রান্তের মতো কমলাপুরের দিকে ছুটে চলেছে মুসল্লিদের মিছিল। সেই মিছিলের সঙ্গী হয়েছিল ওরা দুই ভাই। মিছিলের ওপর চোখ […]