চিরায়ত

এক ভারতীয় সাহাবীর জীবনকথা

রাসূলের যমানা থেকেই সাহাবায়ে কেরাম ইসলাম নিয়ে পৃথিবীর দিগদিগন্তে ছড়িয়ে পড়েছেন। সেই ধারাবাহিকতায় বাদ পড়েনি আমাদের এই পলিধৌত ভারতবর্ষও। এখানেও আরবদের অবাধ যাতায়াত ছিল। প্রথমে ব্যবসা পরে ছুটে এসেছেন ইসলাম প্রচারের জন্য । সেই সুবাধে এই অঞ্চলের অনেকে ইসলাম গ্রহণ করে আরবে চলে গেছেন রাসুলের সোহবত পেতে। এমনই একজন সাহাবীর নাম চেরামল পেরুমল। মুসলমান হওয়ার […]