চিরায়ত

খোঁয়াড় থেকে পালিয়ে

বাঁশের খুঁটি কাটা হচ্ছে দেড় হাত লম্বা পরিমাপে। গর্ত খুঁড়া হচ্ছে ছোপ ছোপ। পর পর কয়েক বিগত ফাঁকা মাঝে। পাটাতনে বিছানো হচ্ছে ইটের আধুলি। আমরা ব্যানারের কাজে ব্যস্ত। মোটাদাগে লেখা ‘কুরবানি প্রজেক্ট’। এখনো সবিস্তারে কাজকাম শুরু হয়নি। রাত কাছাকাছি হচ্ছে। আমরা তখন বিকেলের পায়ে। নেমে যাচ্ছি ক্রমশ সন্ধ্যার দিকে। হুজুর আসছেন তাড়াহুড়ো। চলে যাচ্ছেন তারচে’ […]