বিশ টাকার বই

এক. আমার পাঠ হয়েছে একাকি,একলা চলার মতোন নির্জনতম। জীবনের অঙ্কুরকালে এমন কাউকে পাওয়া আমার ভাগ্যে ছিলো না যিনি কোন বই হাতে দিয়ে বলবেন ‘এটা পড়ো’। এমন কোন নির্মাতাও আজ অবধি এলো না আমার সৃজনের অন্দরে যার উপর যার চিন্তা কিবা মননের সৌন্দর্যে হেলান দিয়ে বাঁচা যায়। এখনও হাঁটছি এসব স্বপ্নের কোলজুড়ে, শীতশিহরিত বৃদ্ধার মতো কেঁপে […]