চিরায়ত

এখানে আরেকটু রোদের ভেতর…

কখনো এইসব শহুরে দুপুরগুলোতে প্রচণ্ড মনখারাপ হলে একাকী চেয়ে দেখি কীভাবে বাসের কালো ধোঁয়ার মতো কালচে হয়ে যাচ্ছে জীবনের পাতাগুলো। নিদাঘ মধ্যাহ্নরা কতটা নিশ্চলতায় খা খা করছে। তোমার শূন্যতারা তখন একটা কুচকুচে কালো কাকের মতো উড়ে যায় বহুদূর। আর পেছনে কেমন নির্বাক হয়ে পড়ে রয় আমার ডাকনাম। নদীর বাঁকের মতো জীবনের বাঁকে বাঁকে নিশ্চুপ দাঁড়িয়ে […]