চিরায়ত

হুসাইন আহমদের দুটি কবিতা

সোনারঙ ডানার ছায়ায় একটা ফরিঙ উড়ছে দিনভর। একটা পাতার গতরে লিখে যাচ্ছে প্রেমের শায়েরি। ভোর থেকে পাখিদের গলা আর বিধুর আলাপের সূত্র ধরে—একটা রেওয়াজি গোলাপ গড়িয়ে পড়ছে,দুপুর। সমৃদ্ধির বরতনু অভিসারে কথারা ফিরে ফিরে আসে। বাক্যের শেষ অক্ষরে গেঁথে থাকে শীতানু ডিসেম্বর। যতটুকু পথের আয়োজন,তোমার-আমার মিহি মিঠে প্রেম,ততটুকু বাঁচিয়ে রাখি প্রহর। গুনে রাখি ৩×৫= ১৫। পুনম […]