কমলপুরে কুরবানি

১আমার মাদরাসা-জীবনের শুরু কমলপুরে। ধারাবাহিকভাবে পড়েছি নূরানী থেকে জালালাইন পর্যন্ত। চতুর্থ শ্রেণি তক ছিলাম ‘ছোটদের’ তালিকায় —তাই মাদরাসার কোনো কাজের দায়িত্ব ছিল না। পঞ্চম শ্রেণি থেকে নাম ওঠে ‘বড়দের’ তালিকায়। তখন থেকেই সব কাজে উস্তাদরা আমাকে খুঁজতেন। অনুপস্থিত থাকলে জবাবদিহিতা।কমলপুরে বড় হওয়ায় আমার জন্য সবচেয়ে কঠিন বিষয় ছিল মা–বাবা, ভাইবোন ও পরিবার ছেড়ে মাদরাসায় কুরবানির […]