দূরাগত গল্পের ভায়োলিন

মনে পড়ে— বিকেল গড়িয়ে যাচ্ছে সন্ধ্যার দিকে। পশ্চিম থেকে উড়ে আসছে একটা নাবালক কান্নার টাপুরটুপুর। জানালার গ্রিল বেয়ে জীবনের গল্প নিয়ে হেঁটে যাওয়া এক বাড়ন্ত মানিপ্ল্যান্টের সাথে বসে আছি। জানালার ওপাশে বহুমাত্রিক জীবনের অসংখ্য গল্প হর্ণ বাজিয়ে চলে যাচ্ছে৷ আমি নির্বিকার চেয়ে আছি। বাড়ির বাহিরে ঈদ করার মতো সুঠাম মানসিকতা তখনও তৈরি হয় নাই। চোখের […]