ফিলিস্তিন নিয়ে চার কবির চারটি কবিতা

আমি বলে দিব পৃথিবীকে মূল : সামিহ আল কাসিম আমি বলব, বলে দিব পৃথিবীকে তাদের কথা, যারা ভেঙেছে আমার ঘরের বাতি নগ্ন কুড়াল হাতে খুন করেছে আমার কোমল পদ্ম আগুন পুড়িয়ে দিয়েছে যারা আমার বিনুনি-করা চুল। আমি বলব আমার ছাগলছানাকে বলব মায়ের বানানো রুটির খামিরাকে ঘাস বিছানো নরোম মাটিকে বলব বলব গোটা পৃথিবীকে, বলব একথা […]