কুরবানির স্মৃতির বেলা-অবেলা

প্রতি বছর কুরবানির সময়টা এলেই আলোগোছে আবছায়ার মতো কিছু স্মৃতি এসে তড়পাতে থাকে হৃদয়ের অলিন্দে। মনে হয়ে একটা স্ফটিকের মতো স্বচ্ছ ও আলোকিত সময় থেকে একটু একটু করে হারিয়ে যাচ্ছি মিশমিশে কালো, ঘুটঘুটে অন্ধকারে দিকে। কখনো মনে হয়—ওই সময়টা ছিল বেবাক জোছনালোকিত রাতের মায়াবী ল্যাম্পপোস্টের সময়। মায়ায়-ছায়ায় আকাশের নীলের প্রতিবিম্ব। মনে হয়, আজকাল একটু একটু […]