চিরায়ত

আল্লাহর আবাবিল

শিশুর কথা উঠলেই জান্নাতি ফুল চোখের তারায় ভেসে ওঠে। যে হাসতে জানে, হাসাতে জানে। প্রতিটি অঙ্গ-ভঙ্গি দিয়ে কঠিন হৃদয়কে করে দিতে পারে ফুলের মতো কোমল। একটি হাসি ফুটাতে জীবনের সবসুখ সপেঁ দিতে পারে প্রতিটি হৃদয়বান মানুষ। যার নজীর বা উপমা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহিস সালামের কাছ থেকে অনেক প্রমাণিত। তিনি বাচ্চাদের দেখলে কোলে তুলে […]