মওলবি আশরাফ
মওলবি আশরাফ। অনুবাদক ও প্রবন্ধকার। গ্রামের বাড়ি রাজবাড়ী জেলায়। পড়াশোনা কওমি মাদরাসায়, ২০১৬ সালে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। এরপর ‘তুলনামূলক ধর্মতত্ত্ব’ নিয়ে পড়েন। বর্তমানে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিতে ‘ইসলামিক স্টাডিজ’ বিভাগে পড়ছেন। প্রধান আগ্রহ ধর্মীয় চিন্তার পুনর্গঠন, শিল্পসাহিত্য ও রাজনৈতিক দর্শনে। প্রকাশিত বই ‘অয়ং ভয়ং রবীন্দ্রনাথং ও অন্যান্য’, এছাড়া আরও তিনটি অনুবাদগ্রন্থ প্রকাশ পেয়েছে। ‘ওলিউল্লাহি ফিকির’ নিয়ে বৃহত্তর পরিসরে কাজ করার স্বপ্ন লালন করেন, ইতোমধ্যে ‘শাহ ওলিউল্লাহ দেহলবি ফাউন্ডেশন’ গড়ে তুলেছেন। যোগাযোগ : mawlawiashraf@gmail.com