ব্যবসা উঠবে লাটে
পেঁয়াজ না এলে না-খেয়ে মরবো দাদা
তাকিয়ে রয়েছি কখন পাঠাবে আদা!
আলুর জন্যে হাহুতাশ পড়ে গেছে
করুণায় বুঝি আমরা রয়েছি বেঁচে!
পাঠাবে না, খাও। হুমকি ধমকি কেন
ভাবসাবে দেখি মাগনা পাঠাও যেন!
রপ্তানি ছাড়া কীভাবে চলবে ভাবো
টাকা হলে ঠিকই বিকল্প সব পাবো।
আমরা চলছি পণ্য আসেনি তবু
নিজেদের কেন ভাবছো হুদাই প্রভু!
বেচতে না পেরে বিক্ষোভ করে চাষা
সামলাও ঘর। খেলতে এসো না পাশা।
চিকিৎসা দিতে অপারগ, পথে বাধা
যাচ্ছি না আর, যাবো না ওপারে দাদা!
ছ্যাঁচড়ামি কত! বখাটে স্বভাব এ যে
বন্ধু চিনেছি লাভ নেই সাধু সেজে।
মেট্রো শুনছি সীমান্তে এনে দেবে
যাচ্ছে না রোগী, মাস্তানি করো ভেবে।
গলাবাজি ছেড়ে মন দাও পুনঃপাঠে
আমাদের ছাড়া ব্যবসা উঠবে লাটে।
তুমি কে হে
নাক গলানোর তুমি কে হে
সামলে রাখো নাক
খুব হয়েছে, থাক
করছো কেন আগ বাড়িয়ে
অযথা হাঁকডাক?
অভ্যন্তরীণ বিষয় আমার
বসতবাড়ি উঠোন খামার
এসব নিয়ে কথা বলার
সাহস কোথায় পাও?
প্রতিবেশীর মতো থাকো
ছুড়ো না হাত-পাও।
দেশটা আমার মুক্ত স্বাধীন
একটা পরিবার
অনেক কাজের ভার
আইন শাসন বিধিনিষেধ
ভাল্লাগে না কার!
তোমার কথায় চলবে নাতো
আমার প্রিয় দেশ
নেই কোনো বিদ্বেষ
চাইছো কেন করতে ঘোলা
সুষ্ঠু পরিবেশ?