চিরায়ত

সালামির টাকায় বই কেনা 

বই পড়া ও সংগ্রহ করা আমার প্রিয় শখ। প্রতি মাসেই বই কেনার জন্য আমার একটা বাজেট থাকে। সামর্থ্যানুযায়ী সীমিত আকারের হলেও বইয়ের প্রতি ভালোবাসা ও তীব্র প্রেম সেই বাজেটকে কয়েক গুণ বাড়াচ্ছে এবং বাড়িয়েই চলেছে। মাসিক হিসাব ছাড়াও সময়ে-অসময়ে বই কিনি। কিছু পড়ারও চেষ্টা করি। নিজের না থাকলে ধার চাইতেও এতটুকু লজ্জাবোধ করি না। নাওয়া খাওয়া ছেড়ে বই পড়ার এক দুইটি গল্প আমার ঝুলিতেও আছে। আর তা যদি হয় প্রিয় কোন লেখকের প্রিয় বই কিংবা নতুন কোন বই তাহলে তো কথাই নেই। কর্জ করে হলেও সে বই কিনি ।আলহামদুলিল্লাহ আল্লাহতায়ালা সব কর্জ একসময় পরিশোধ করে দেন।

 ছোট্ট জীবনের ক্ষুদ্র অভিজ্ঞতা হলো; আসলে বই সংগ্রহের জন্য যতটা না অর্থের প্রয়োজন তার চেয়ে বেশি প্রয়োজন বইয়ের প্রতি তীব্র আকর্ষণ ও প্রেম। আকর্ষণ ও প্রেম থাকলে যে কোন মূল্যে দরকারি ও প্রিয় বইসমূহ হস্তগত হয়েই যায়। এটা ইচ্ছাশক্তির সুপ্রভাব। মনীষীদের বই সংগ্রহের বিরল সব ঘটনা স্বর্ণাক্ষরে গচ্ছিত আছে সেই বইয়ের পাতায়ই।

 টিফিনের টাকা বাঁচিয়ে, পায়ে হেঁটে ভাড়া বাঁচিয়ে, সালামির টাকা দিয়ে, বাসা ভাড়া পিছিয়ে সেই টাকা দিয়ে, এমনকি ওষুধের টাকা দিয়ে, বাজার-সদাইয়ের টাকা বাঁচিয়ে বই কেনাসহ অনেক স্মৃতি-মধুর গল্প ঝুলিতে সংরক্ষিত আছে। যখন কোন সভা-মাহফিল বা প্রোগ্রামে যাই কোন বইয়ের দোকান বা লাইব্রেরি সামনে পড়লেও কোন না কোন বই কিনি। রাস্তায় পাওয়া গুণীজনের পুরাতন বইও কিনি। বিশ্ব ইজতেমা ও বইমেলা থেকে তো প্রতিবারই কিনি। অনলাইনে অর্ডার করেও আনি অনেক বই। এখন ছোটখাটো একটা পাঠাগার হয়ে গেছে আমার। 

জীবনে তিনটি জিনিসের খুব প্রয়োজন। আর তা হলো- বই বই এবং বই। তাই গুণমুগ্ধ ভক্ত পাঠকের মত বই কিনি পাঠ করি এবং সঙ্গে রাখি। যখন যেখানেই যাই, থাকি একটি বই হাতেই রাখি। কারণ বই-ই প্রকৃত বন্ধু। যা আমাকে অবিরাম শুধু দিয়েই যায়। আলোকিত করেই যায়। ঈদে আমরা অনেকের কাছ থেকে সালামি পাই, সেই টাকা অযথা না ভেঙে শখের বই সংগ্রহ করতে পারি। 

কোন এক মনীষী বলেছিলেন আমাকে যদি মারতে চাও তো বইপত্র ছিনিয়ে নাও। 

শেয়ার করুন