সিন্ডিকেটের গুষ্টি কিলাও চামড়া ফেল পুঁতে
সস্তা দামে চামড়া যেন না পারে কেউ ছুঁতে।
রুচি হলে খেতেও পারো নেইতো অসুবিধে
চামড়া সেতো সুস্বাদু বেশ মেটাও তাতে খিদে।
লবণ দিয়ে শুকাও যদি লাগবে তবে কাজে
চামড়া বেচার অভিজ্ঞতা হয়েছে খুব বাজে।
বেচাবেচির দরকার নেই চামড়া গলার কাঁটা
চামড়া নিয়ে ভিন্নপথে লাগবে এখন হাঁটা।
লক্ষ টাকায় কেনা গরুর চামড়া দুশো টাকা
চামড়া নিয়ে হয়েছে ঠিক নীলনকশা আঁকা।
মতলবি সব আমার দেশের রাজক্ষমতায় বসা
ইচ্ছে করেই চামড়াবাজার করেছে এই দশা।
হাজার টাকা নেয় খসিয়ে কিনতে গেলে জুতো
বেচতে গেলে চামড়া তখন আহারে কী ছুঁতো!
বুঝেই গেছি এই শিল্পের বাজাতে চায় বারো
চামড়া নিয়ে সুশীলপ্রাণীর টুঁ শব্দ নেই কারো।