চিরায়ত

আবাবিল

কণ্ঠ ফুঁড়ে বেরোয় না আজ আজানের সুর

জীবনের জয় পরাজয় যেন ওষ্ঠাগত—

কণ্ঠের প্রার্থনা যেন দেখো সশব্দ কর্পূর

মনে গেঁথে আছে ব্যথারদহন মন আহত।

প্রেমের শাদা ঘর আজ মলিন সরফরাজ

ঘনায়মান অন্ধকার কেবলই বাড়ছে—

মলিন হলো প্রেমের শত কারুকাজ

মৃত্যু শ্বাসনালীতে দেখো কড়া নাড়ছে।

ঐতিহ্যের অনল যদি হৃদয় পুড়ে পুড়ে

ব্যথার অপাংক্তেয় রাগসমূহ করে দূর—

সুফি হতে নেই মানা খোদার নুরে নুরে

অমিয়চক্রে বাজাও তবে প্রেমের সুর।

জমজমে ধুয়া তোমার পরিশুদ্ধ দিল—

হয়েছ পরিযায়ী পাখি যেন আবাবিল।

শেয়ার করুন